WB Panchayat Election 2023

বীরভূমে ভোটের প্রচারে গিয়ে আবারও ‘ক্ষোভের মুখে’ তৃণমূল সাংসদ শতাব্দী

পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে আবার স্থানীয় বাসিন্দাদের একাংশের ক্ষোভের মুখে পড়লেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এ বার সেই ঘটনা ঘটল মহম্মদ বাজার ব্লকের দীঘল গ্রাম ও সেকেড্ডা গ্রামে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ২১:৩২
Share:
Advertisement

পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে আবার স্থানীয় বাসিন্দাদের একাংশের ক্ষোভের মুখে পড়লেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এ বার সেই ঘটনা ঘটল মহম্মদবাজার ব্লকের দীঘল গ্রাম ও সেকেড্ডা গ্রামে। সেখানে রাস্তা এবং নিকাশি ব্যবস্থার দাবিতে তৃণমূল সাংসদের গাড়ির সামনে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। তাঁদের দাবি, রাস্তা সংস্কার এবং সেতু তৈরি। দলের ‘দিদির দূত’ কর্মসূচির সময় থেকেই বিভিন্ন সময়ে ক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছে শতাব্দীকে। তা নিয়ে সাংসদকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, শতাব্দী সাধারণ মানুষের কাছে যাচ্ছেন তাঁদের অভাব-অভিযোগের কথা শুনতে। তাঁদের আলোচনাকে বিক্ষোভ বলে দাগিয়ে দেওয়া অর্থহীন। জনপ্রতিনিধি হিসাবে তাঁর যা কাজ, উনি তা-ই করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement