প্রতিবেদন: সুদীপ্তা
কলা গাছ, কচু গাছ, হলুদ গাছ, জয়ন্তী, বেল, ডালিম ও অশোকের ডাল, মান কচু এবং ধান গাছকে অপরাজিতার লতা ও ন’গাছা হলুদ সুতোয় বেঁধে সাজানো হয় নবপত্রিকা। সে যে কবে কী ভাবে গণেশদাদার বউ হয়ে গেল, কে জানে! হয়ত সপরিবার দুর্গামূর্তির আয়োজনে গণেশের পাশেই তার স্থান পাকা বলে। দেবীর বোধনের পর দিন ভোরে সেই ‘কলাবউ’কে স্নান করিয়ে তবেই সপ্তমী পুজো শুরু। ভাল করে আলো ফোটার আগে থেকেই তাই জনারণ্য গঙ্গার ঘাট। আহিরীটোলা থেকে সরাসরি।