প্রতিবেদন: রিঙ্কি ও প্রিয়ঙ্কর, সম্পাদনা: সৈকত
উত্তপ্ত সন্দেশখালি। দীর্ঘদিনের নির্যাতনের প্রতিবাদে মুখ খুলছেন মহিলারা। নির্দিষ্ট নাম জানিয়ে অভিযোগ করছেন তাঁরা। বিবরণ দিচ্ছেন দিনের পর দিন রাতের অন্ধকারে তাঁদের প্রতি হওয়া নির্যাতনের। সোমবার সন্দেশখালি যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন অনেকেই। অন্যদিকে সোমবারই সন্দেশখালি পরিদর্শনে রাজ্যপাল। যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। এলাকায় ১৪৪ ধারা বলবৎ, তাই কোনও রকম জমায়েত করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিআইজি বারাসাত সুমিত কুমার।