রাশিয়ার ইউক্রেন আক্রমণের তিন বছর। রাশিয়ার আগ্রাসন এবং রুশ সেনা সরানো নিয়ে প্রস্তাব আনে ইউক্রেন। সবাইকে চমকে দিয়ে রাশিয়ার পক্ষ নেয় ট্রাম্পের আমেরিকা। আর মোদীর ভারত? অতীতের মতো ভোট দেওয়া থেকে বিরত থাকে। কেন পক্ষ নেয় না ভারত? রাশিয়ার সমালোচনা করতে কোথায় সমস্যা? সম্ভবত মে মাসে রাশিয়া যাচ্ছেন মোদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎজ়িদের বিরুদ্ধে রুশ সেনার জয়ের উদ্যাপনে অংশ নিতে।