সম্পাদনা: বিজন
চব্বিশেই শেষ? টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সম্ভবত ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ২০০৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য রোহিত। মিডল অর্ডার থেকে ওপেনার ব্যাটার এবং পরে ভারতীয় দলের অধিনায়ক হওয়া— আইপিএল খেললেও ‘হিটম্যান’কে সম্ভবত আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা যাবে না। ৩৭ বছরের রোহিতের জায়গা নিতে পারেন যশস্বী যাদব। ১৩ বলে ৫০ রানের ইনিংস, যশস্বীর ব্যাট থেকেই এসেছিল আইপিএলের সব থেকে দ্রুত গতির অর্ধশতরান। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির খেলা ‘অতিমানবীয় ইনিংস’ নিঃসন্দেহে ২০ ওভারের ক্রিকেটে ‘হল অব ফেমে’ থাকার দাবিদার। ৩৪ বছরের বিরাটও সম্ভবত শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন। তার পরিবর্ত হিসাবে আসতে পারেন রুতুরাজ গায়কোয়াড়। আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে ‘আলবিদা’ বলতে পারেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, ঋদ্ধিমান সাহা এবং অমিত মিশ্র।