বিশ্বসভায় সর্বোচ্চ স্থানে ভারত। সৌজন্যে ৪৩ বছর বয়সীয় টেনিস খেলোয়াড় রোহন বোপান্না। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলস প্রতিযোগিতায় কোয়ার্টাার ফাইনাল জিতে টেনিস র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করলেন তিনি। রোহনের ‘জুটি’ অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন। সেমিফাইনালের লড়াইয়ের আগে তিনিও র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অধিকারের কৃতিত্ব অর্জন করেছেন। অতীতে লিয়েন্ডার পেজ়, মহেশ ভূপতি এবং সানিয়া মির্জ়া টেনিস র্যাঙ্কিংয়ে (ডাবলস) এক নম্বর হয়েছেন। তবে চল্লিশোর্ধ কোনও খেলোয়াড়ের এমন তাক লাগানো পারফরম্যান্স এই প্রথম। ইতিহাসে সব থেকে বেশি বয়সী খেলোয়াড় হিসাবে ডাবলসে এক নম্বর হলেন রোহন বোপান্না, যা বিশ্বরেকর্ড। সেমিফাইনালে রোহন-এবডেন জুটি মুখোমুখি হবে টমাস মাচাচ এবং ঝিঝেন ঝাংয়ের। এই ম্যাচ জিতলেই বোপান্নার কাছে সুযোগ থাকবে এক নম্বর হয়ে ডাবলস চ্যাম্পিয়ন হওয়ার।