প্রবল বর্ষণের জেরে ফুঁসছে উত্তরবঙ্গের একাধিক নদী। জলস্তর বেড়েছে তিস্তা, বালাসন, জলঢাকার মতো নদীগুলির। এর উপর বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। বৃহস্পতিবার দুপুর গড়িয়ে বিকেল হতেই তিস্তার চেহারা বদলাতে থাকে। বাড়তে থাকে নদীর জলস্তর।
জলস্তর বেড়ে যাওয়ায় জলপাইগুড়ির তিস্তা এবং জলঢাকা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার বিকেলে হলুদ সতর্কতা উঠিয়ে নিলেও, বৃহস্পতিবার ভোর থেকে আবার তা জারি করা হয়।