সিকিমের হিমবাহ থেকে যাত্রাশুরু তিস্তার। তার পর সিকিম, কালিম্পং হয়ে তিস্তা পড়েছে সমতলে। জলপাইগুড়ি, কোচবিহার হয়ে তিস্তা প্রবেশ করেছে বাংলাদেশে। সেখানে তিস্তামুখ ঘাটে মিলিত হয়েছে ব্রহ্মপুত্রের সঙ্গে। এই দীর্ঘ যাত্রাপথে তিস্তার ধার বরাবর গড়ে উঠেছে জনবসতি। সেই তিস্তাই এ বার বর্ষায় নিয়েছে ভয়াল রূপ। কিন্তু কেন বার বার এ ভাবে খেপে উঠছে তিস্তা? কী কারণ নেপথ্যে যে, বৃষ্টি হলেই উপচে পড়ছে উত্তরবঙ্গের প্রধান নদী? বিশেষজ্ঞদের দাবি, এর পিছনে রয়েছে উন্নয়নের ঢক্কানিনাদ।