মেয়েরা রাতের রাজপথের দখল নেওয়ার রাতে আন্দোলনের আঁতুড়ঘর কার্যত আরজি করই দখল করে নিল দুষ্কৃতীরা। ১৪ অগস্ট রাতে আরজি করে যখন মেয়েদের মোমবাতি মিছিলের তোড়জোড় চলছিল, তখনই অন্য একটি মিছিল থেকে কিছু লোক বেরিয়ে এসে সোজা আরজি করে হামলা করেন। তাঁদের প্রত্যেকের হাতে ছিল লাঠি, রড, বাঁশ। মুখে ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, সুবিচারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকেই প্রথমে দুষ্কৃতীরা আন্দোলনকারীদের মঞ্চে যথেচ্ছ ভাঙচুর করেন। মুচড়ে ভেঙে দেন মাইক। পুলিশ ফাঁড়ির পাশাপাশি রোগীর পরিজনদের প্রতীক্ষালয়ে ঢুকেও ভাঙচুর চালানো হয়। ভেঙে ফেলা হয় সেখানে লাগানো ফ্যান, লাইট। আছড়ে ভাঙা হয় প্লাস্টিকের চেয়ার। তার পর দুষ্কৃতীরা হামলা চালায় হাসপাতালের জরুরি বিভাগে। সেখানেও চলে ভাঙচুর। পরিস্থিতি এমন হয় যে, প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়তে হয় পুলিশকর্মীদেরও।