Nabanna Abhijan

পুলিশকে চুড়ি পরতে বলে বিতর্কে! নবান্ন অভিযানের ভাইরাল ‘বৃদ্ধ’ বললেন, যাবেন বামেদের আন্দোলনেও

জাতীয় পতাকা হাতে জলকামানের সামনে দাঁড়িয়ে— এই ছবিই আলোচনায় নিয়ে এসেছে শ্যামবাজারের বলরাম বসুকে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৪ ১৭:২৩
Share:
Advertisement

৯ অগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে গিয়ে ভাইরাল। গেরুয়া বসন। গলায় রুদ্রাক্ষ। হাতে জাতীয় পতাকা। পুলিশের জলকামানের সামনে দাঁড়িয়ে এক পক্ককেশ বৃদ্ধ। প্রথমে টেলিভিশনের পর্দায় ঘণ্টার পর ঘণ্টা এয়ার টাইম আর তারপর সমাজমাধ্যমের দেওয়াল— তাঁকে নিয়ে পোস্টে ছয়লাপ। কেউ বলছেন ‘তারানাথ তান্ত্রিক’, কেউ বলছেন বৃদ্ধ সন্ন্যাসী। তাঁর পরিচয়, তিনি ৪৯বি শ্যামবাজার স্ট্রিটের বাসিন্দা। নাম বলরাম বসু। অনেকে চেনেন প্রবীর বসু নামেও। বাড়িতে রয়েছেন কন্যা, স্ত্রী, বোন। তাঁদের তাগিদেই না কি তিনি গিয়েছিলেন নবান্ন অভিযানে। জাতীয় পতাকা হাতে জলকামানের সামনে দাঁড়িয়ে— এই ছবিই আলোচনায় নিয়ে এসেছে তাঁকে। বলরাম বসুর কথায়, গেরুয়া বসনই তাঁকে ভাইরাল করেছে। আগামী দিনে বামেদের আন্দোলনেও তিনি থাকতে রাজি, তবে শর্ত একটাই— গেরুয়া বসনকে অপমান করা যাবে না। আর আন্দোলন হতে হবে রাজনৈতিক পতাকাবিহীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement