আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় পথে এবার এলজিবিটিআইএকিউ + সমাজ। তাঁদের মিছিলে পা মেলালেন কলকাতার সোনাগাছির যৌনকর্মীরাও। সঙ্গ দিলেন মানসিক স্বাস্থ্যকর্মীরা। শোভবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের স্বর ‘জাস্টিস ফর আরজি কর’।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় পথে এবার এলজিবিটিকিউ সমাজ। তাঁদের মিছিলে পা মেলালেন সোনাগাছির যৌনকর্মীরাও। সঙ্গ দিলেন মানসিক স্বাস্থ্যকর্মীরা। শোভাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের স্বর, ‘জাস্টিস ফর আরজি কর’। যৌনকর্মীদের ধর্ষণ নিয়ে কেন শোরগোল হয় না? কেন সমাজে নিরাপত্তা পান না রূপান্তরকামী ও রূপান্তরিত নাগরিকেরা? উঠল সে সব প্রশ্ন।সমাজে ধর্ষণ নির্মূল করতে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। ছোটবেলা থেকেই সিলেবাসে থাকুক পড়ানো ‘সেক্স এডুকেশন’, ‘মেন্টাল হেলথ্’, ‘জেন্ডার স্টাডিজ়ে’র মতো বিষয়— পরামর্শ মানসিক স্বাস্থ্যকর্মীর।