RG Kar Medical College and Hospital Incident

চার্জশিট দিল না সিবিআই, আরজি কর মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন

জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ২১:০০
Share:
Advertisement

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। সে কারণেই শুক্রবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার সাসপেন্ডেড ওসি অভিজিৎ মণ্ডলকে জামিন দিল শিয়লদহ আদালাত।

আরজি করের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট, ষড়যন্ত্র এবং সরকারি কর্মী হিসাবে কর্তব্যে গাফিলতির অভিযোগ ১৪ সেপ্টেম্বর সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। ডাক্তারি পড়ুয়া খুনে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮, ১৯৯ এবং ৬১— এর ২ ধারায় শুরু হয় তদন্ত। ৯০ দিন পরও খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআই তাঁদের বিরুদ্ধে চার্জশিট জমা করতে পারেনি। চার্জশিট না দেওয়া কথা জানিয়ে আদালতকে আইনানুগ পদক্ষেপ করার কথা বলেন সিবিআইয়ের আইনজীবী। এরপরই অভিযুক্তদের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। ১৩ ডিসেম্বর, ২০০০ টাকার বন্ডে জামিন পেলেন সন্দীপ এবং অভিজিৎ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement