মঞ্চ তাঁর মনের খুব কাছের। অভিনয় জগতে টিঁকে থাকার জন্য মঞ্চ তাঁকে অনেক দিয়েছে। আর বরাবর তিনি আঁকড়ে থেকেছেন রবীন্দ্রনাথকে। ‘রক্তকরবী’র যে আজও সমান প্রাসঙ্গিক তা বলতেই জনসমক্ষে আসতে চলেছেন চৈতি ঘোষাল। পরিচালক গৌতম হালদারের নির্দেশনায় নন্দিনীর চরিত্রে প্রায় দুশোর বেশি অভিনয় করেছেন। এইবার সেই নাটকই নিজে নির্দেশনা করবেন।