প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
এই দিনেই আত্মহত্যা করেছিলেন চুনি কোটাল। অভিযোগ ছিল, মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পাঠক্রমে জাতিবৈষম্যমূলক হয়রানির শিকার হয়েছিলেন দলিত ওই পড়ুয়া। ২০২৩ সালের সেই দিনেই যাদবপুরে বিক্ষোভে শামিল হলেন বগুলাবাসী। গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে রহস্যজনক ভাবে পড়ে গিয়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক পড়ুয়ার। তার পর থেকেই র্যাগিংয়ের অভিযোগে উত্তাল হয়ে ওঠে যাদবপুর-সহ গোটা রাজ্য। এ দিন মৃত পড়ুয়ার গ্রাম ও সংলগ্ন এলাকা থেকে বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। মফস্সল থেকে পড়তে আসা পড়ুয়াদের স্বপ্নকে চুরমার করে দিচ্ছে র্যাগিং, জানাচ্ছেন বিক্ষোভকারীরা। আর কোনও পরিবারে যেন এ রকম অন্ধকার না নেমে আসে, এই আবেদন নিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দ্বারস্থ বগুলার বাসিন্দাদের একাংশ।