প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
১৮৭৪ সালে তৈরি হয়েছিল নিউমার্কেট বা হগ মার্কেট। ১৫০ বছরে পা দেবে এই হেরিটেজ বাজার। তাই বাজার সংস্কারে নামল কলকাতা পুরসভা। গোটা বাজার সাজানো হচ্ছে বিশেষ আলোয়। শুরু থেকেই লন্ডনের ‘বিগ বেনে’র আদলে ৫০ ফুট উঁচু গম্বুজের ওপর বসানো হয়েছিল ব্রিটেন থেকে আনা বিশেষ ঘড়ি। ২০১৫ সালের পর থেকে বন্ধ হয়ে যায় ঘড়ির কাঁটা। তারপর থেকে ৯ বছর বন্ধ হয়েই পড়ে ছিল কলকাতার ‘বিগ বেন’। এই ঘড়ি সারাতেই খরচ হবে প্রায় ৪ কোটি টাকা। এছাড়াও নিউ মার্কেটের সার্ধশতবর্ষে ডাক বিভাগের সহযোগিতায় তৈরি হচ্ছে ডাকটিকিট।