প্রতিবেদন: প্রচেতা
২৬ অক্টোবর রাত ১২টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রেড রোড। কার্নিভালে আসা দর্শকদের জন্যও নির্দিষ্ট করা হয়েছে রাস্তা। দর্শনার্থীদের এজেসি বোস রোড, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড, মেয়ো রোড অথবা রানি রাসমণি অ্যাভিনিউ ধরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। মেট্রোয় যাঁরা আসবেন, তাঁরা ধর্মতলা এবং পার্ক স্ট্রিট থেকে নির্দিষ্ট রাস্তা ধরে রেড রোডে পৌঁছতে পারবেন।
কলকাতা ও শহরতলির বাসিন্দাদের কার্নিভাল শেষে বাড়ি ফেরার জন্য ১৩টি বাস চালানো হবে। কার্নিভাল দেখার পর দর্শকদের বাড়ির ফেরার জন্য কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা মধ্যরাত পর্যন্ত চালু থাকছে। শুক্রবার দক্ষিণেশ্বর থেকে রাতের অন্তিম ট্রেন ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ অভিমুখে অন্তিম ট্রেন ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। একই ভাবে, কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশেও শেষ ট্রেন ছাড়বে ১১টা ১০ মিনিটে।