Tamilnadu

তামিলনাড়ুর বীরুধুনগরে আবর্জনা থেকে তৈরি হচ্ছে সম্পদ

শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ১৪:০৮
Share:
Advertisement

জঞ্জাল নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে তামিলনাড়ুর বীরুধুনগরের একদল মানুষ গড়ে তুলেছেন ‘গারবেজ ব্যাঙ্ক’। এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে তাঁরা জঞ্জাল সংগ্রহ করেন এবং ঝাড়াইবাছাই-এর পর পুনর্ব্যবহারের কাজে লাগান। ‘গারবেজ ব্যাঙ্ক’এর আহ্বায়ক আর রাজাবল্লী জানালেন, “সাধারণ মানুষ শুকনো এবং ভেজা আবর্জনা মিশিয়ে ফেলতেই অভ্যস্ত। আমাদের লক্ষ্য মানুষকে এই বিষয়ে সচেতন করা। জঞ্জাল আস্তাকুঁড়ে ফেলে পুড়িয়ে দিলে তাতে দূষণ বাড়ে কিন্তু তা সঠিক উপায়ে পুনর্ব্যবহার করাই আমাদের মূল লক্ষ্য”।

দুটি পরিবারের সক্রিয় সহযোগিতায় শুরু হয়েছিল এই কাজ। এখন বীরুধুনগরের ৬০০টি পরিবার নিজেদের বাড়ির বর্জ্য বাছাই করে রাজাবল্লীদের ‘গারবেজ ব্যাঙ্ক’-এ জমা দিয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement