প্রতিবেদন: রাহুল, চিত্রগ্রহণ: সুমন, সম্পাদনা: সৌম্য
এক ভয়ঙ্কর সুন্দর জায়গার নাম সুন্দরবন। এই বিস্তীর্ণ অঞ্চলের নদী ও নদী উপকূলের অন্যতম ত্রাস কুমির। প্রায় একসঙ্গেই বাঘ ও কুমিরের সঙ্গে ঘর করেন সেখানকার অধিবাসীরা। তাঁরা বাঘ-কুমিরের সঙ্গে লড়াই করে শুধু বেঁচে থাকার চেষ্টা করেন। মাছ, কাঁকড়া ধরতে গিয়ে প্রায়ই কুমিরের শিকারে পরিণত হন সেখানকার মানুষেরা। এমনই এক জন সুন্দরবনের সোনা গাঁয়ের সুধাংশু। তাঁকে কুমিরের মুখ থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন তাঁর স্ত্রী। এই প্রথম কুমিরের সঙ্গে তাঁর লড়াইয়ের সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন সুধাংশুর স্ত্রী। শুনল আনন্দবাজার অনলাইন।