সম্পাদনা: বিজন
পাঁচ বছরের রামলালা। এই ছোট বয়সে দিনে টানা ১৮ ঘণ্টা এত ধকল নিতে পারছে না সে। তাই প্রয়োজন বিশ্রাম। ভোর ৬টায় মন্দির খুলে যায়। রাত ১০টা পর্যন্ত চলে দর্শন। মন্দির খোলার দু’ঘণ্টা আগে ভোর ৪টের সময় ঘুম থেকে তোলা হয় বিগ্রহকে। দু’ঘণ্টা ধরে চলে আচার পালন। আবার রাতে মন্দির বন্ধের পরেও সান্ধ্যকালীন আচার পালন করা হয়। অযোধ্যার রামমন্দিরের প্রধান পুরোহিতের অনুরোধে রোজ দুপুরে এক ঘণ্টা বিশ্রাম দেওয়া হবে বিগ্রহকে। দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে মন্দিরের দরজা