প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
একশো দিনের কাজের বকেয়া টাকার দাবি নিয়ে দিল্লী গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফিরে এসে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তিনি। সেই একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতেই শুধু নয়, শ্রম কোড বাতিল, প্রি পেড মিটার বাতিল সহ নানান ইস্যুতে রানী রাসমনি রোডে অবস্থান করে কেন্দ্রীয় ট্রেড ইউনিউন, সংযুক্ত কিষাণ মোর্চা ও ফেডারেশনের যৌথ মঞ্চ। এই মঞ্চ থেকে পাঁচজনের একটি দল রাজভবনে স্মারকলিপি জমা দেয়। সর্বভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা জানান, ‘প্রধানমন্ত্রী আদানিদের দালালি করছেন। কৃষকদের জমি কেড়ে নিয়ে আদানিদের দিতে চান। এ লড়াই অপপ্রয়াসের বিরুদ্ধে।’