কংগ্রেসের ‘ন্যায় যাত্রা’ নিয়ে অসমে অশান্তি। মঙ্গলবার গুয়াহাটিতে মিছিল ঢোকার আগে থেকেই তৈরি হয়েছিল সংঘাতের আবহ। কংগ্রেসের অভিযোগ, বারবার বাধার সম্মুখীন হয় ‘ন্যায় যাত্রা’। অন্যদিকে অসম সরকারের অভিযোগ, কংগ্রেস কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্তি তৈরি করছে। রাহুল গান্ধী, কে সি বেণুগোপালের মতো কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতাদের বিরুদ্ধে হিংসা, উস্কানি, সরকারি সম্পত্তি ধ্বংসের মতো অভিযোগ ওঠে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয় অসম পুলিশ। আটক করা হয় রাহুল গান্ধী, কে সি বেণুগোপাল-সহ আরও অনেককে। হিমন্ত বিশ্বশর্মা অভিযোগ করেন, রাহুল গান্ধী ‘নকশালবাদীদে কায়দায় জনতাকে উত্ত্যক্ত করছেন।’ বুধবার ‘ন্যায় যাত্রা’ শুরু করার আগে যার পাল্টা জবাব দিয়ে রাহুল গান্ধী বলেন, “হিমন্ত বিশ্বশর্মা সব থেকে বেশি দুর্নীতিপরায়ন মুখ্যমন্ত্রী।”