অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনেই উত্তাল সংসদ। প্রথম বক্তৃতাতেই বিজেপির হিন্দুত্ববাদের পাল্টা আক্রমণে কংগ্রেস। শুরু থেকেই আক্রমণাত্মক বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শিবের ছবি দেখিয়ে বললেন, “এই ছবিই আমাদের শিখিয়েছে ভয়কে ভয় না পেতে।” শিবের ত্রিশূলের অবস্থান ব্যাখ্যা করে তিনি বললেন, “ত্রিশূল হিংসা নয়, অহিংসার প্রতীক।” আর শিবের অভয় মুদ্রার সঙ্গে রাহুল তুলনা করলেন কংগ্রেসের প্রতীকের। এখানেই শেষ নয়। সরাসরি নরেন্দ্র মোদী, বিজেপি এবং আরএসএস-কে নিশানা করে বললেন, “যারা নিজেদের হিন্দু বলেন, তাঁরা সবসময় হিংসার কথা বলছেন এবং অসত্য বলছেন।” এর বিরোধিতা করে বিষয়ের গুরুত্ব বোঝাতে উঠে দাঁড়িয়ে নিজের বক্তব্য রাখলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।