রাজ্যপালের নির্দেশে উপাচার্য বদলের পরই জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথের জন্মদিন পালনের আড়ম্বরে ভাটা পড়ল। প্রতিবছরের মতো এ বছর সে ভাবে দেখা মেলেনি রাজ্যের প্রতিনিধিদের। ছিলেন না কোনও নামকরা শিল্পীও। বাঁধা হল না মহর্ষি ভবনের বাইরে মঞ্চ। বাইরের দিকে একটি ছোট মঞ্চে কোনও ক্রমে অনুষ্ঠান হয়। প্রতি বছর ২৫ বৈশাখ সকাল ৬ টা থেকে সন্ধ্যে পর্যন্ত অনুষ্ঠান হয় রবীন্দ্রভারতীতে।এবছর সেই অনুষ্ঠান অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। নির্বাচনী বিধি লাগু হয়ে যাওয়ার জন্য জৌলুসহীন জোড়াসাঁকো জানালেন উপাচার্য।