প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
কেন্দ্রীয় সরকারি হারে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে সংগ্রামী যৌথ মঞ্চ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ শতাংশ ডি এ ঘোষণা করেছেন। এই ডি এ-কে তিনি ‘হ্যাপি নিউ ইয়ার গিফট’ বলে ঘোষণা করেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সার্ভিস রুল আলাদা। রাজ্যের ক্ষেত্রে ডিএ ইচ্ছাধীন।’ সংগ্রামী যৌথ মঞ্চ মমতার এই ঘোষণাতে খুশি নয়। বৃহস্পতিবারই তাঁরা জানিয়ে দিয়েছেন, মাত্র ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধিকে তারা ‘ভিক্ষা’ হিসাবে দেখছেন। তাঁরা বলেছেন, ‘ডিএ হক, ভিক্ষা নয়।’ কারণ, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৪৬ শতাংশ হারে ডিএ পান। ৪ শতাংশ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীরা জানুয়ারি মাস থেকে ডিএ পাবেন ১০ শতাংশ হারে। এই সামান্য বৃদ্ধিতে আন্দোলনকারীরা খুশি নন, তাই আন্দোলন চলবে।