প্রতিবেদন: রিঙ্কি, চিত্রগ্রহণ: সুব্রত , সম্পাদনা: বিজন
সবজির বাজারে ‘আগুন’। মধ্যবিত্তের পকেটে টান তো বটেই, উচ্চবিত্তেরও কপালে ভাঁজ পড়ছে। টম্যাটো থেকে আদা-কাঁচালঙ্কা, দাম শুনে চোখ কপালে উঠছে আম জনতার। শহরে টম্যাটো বিক্রি হচ্ছে কোথাও ১৬০ টাকা আবার কোথাও ১৮০ টাকা কেজি দরে। আদা ৪০০ টাকা কেজি! কিনবেন, নাকি শুধুই চোখে দেখে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরবেন, তা নিয়ে সন্দিহান ক্রেতারা। দাম নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই সরকার টাস্ক ফোর্স তৈরি করেছে। কিন্তু তার পরের ছবিটা কেমন? দাম কি নাগালে এল! খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।