প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: বিজন
সংসদীয় গণতন্ত্রে মহিলাদের ৩৩ শতাংশ অংশীদারিত্ব সুনিশ্চিত করার লক্ষ্যে সংসদের দুই কক্ষেই বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পাশ হল মহিলা সংরক্ষণ বিল। পঞ্চায়েত এবং পুরসভায় মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়ন হয়েছিল আগেই। সরকারের তরফে জানানো হয়েছে, দেশের আইন মেনে ২০২৬ সালে জনগণনার পরই একমাত্র আসন পুর্নবিন্যাস সম্ভব। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অনুমান, ২০২৯ সালের আগে এই বিল কার্যকর করা সম্ভব না। তবে লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারের এই বিল পাশ করানো নিয়ে বিরোধীদের একাংশ ভোটসর্বস্ব পদক্ষেপ বলে কটাক্ষ করেছে। দুই কক্ষেই বিলের স্বপক্ষে বিপুল সমর্থন থাকলেও এই বিলের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই ছাত্রীরাও বিজেপি সরকারের উদ্দেশ্য নিয়ে সরব। এমন কী মহিলা সংরক্ষণ বিল পাস হলেও মহিলাদের ক্ষমতায়ন কতখানি বাস্তবায়িত হবে তা নিয়েও প্রশ্ন তুললেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।