প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
একেই গরমে গলদঘর্ম অবস্থা, তার উপর লোডশেডিং! বিদ্যুৎ বিভ্রাটে ঘেমে নেয়ে একেবারে নাজেহাল বাংলা। কলকাতা, শহরতলি, মফস্সল থেকে গ্রামগঞ্জ— সর্বত্র ছবিটা একই। অস্বস্তি থেকে নিস্তার কবে? বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ তুলে সোমবার সতীর্থ বিধায়কদের নিয়ে সোজা বিদ্যুৎ দফতরে হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হওয়া নিয়ে নিশানা করা ছাড়াও একাধিক বিষয়ে সরকারি আধিকারিকের কাছে অভিযোগ জানান তিনি। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সাংবাদিক বৈঠক ডেকে বিরোধী দলনেতাকে জবাব দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর দাবি, ‘‘বিদ্যুৎ উৎপাদনে ভারতসেরা বাংলা। পশ্চিমবঙ্গ সরকার বিপুল পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে। এখানে বিদ্যুতের কোনও অভাব নেই।” মন্ত্রীর বক্তব্য, ‘‘চাইলে একটা নয় দশটা এসি বসান, কিন্তু লোডটা বাড়িয়ে নিন।” ‘লোডশেডিং’ প্রসঙ্গে অরূপ বিশ্বাসের বক্তব্য, ‘‘রাজ্যের পর্যাপ্ত বিদ্যুৎ আছে। যান্ত্রিক গলযোগ এবং প্রাকৃতিক কারণে কোথাও কোথাও বিভ্রাট হচ্ছে।” যেখানে যেখানে সমস্যা তৈরি হচ্ছে সেখানে দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।