কখনও মেয়েদের অধিকার নিয়ে কথা বলেন, কখনও পুরনোকে নতুন করে গড়ার পক্ষে সরব হন। প্রচারে গিয়ে গান বাঁধেন, প্রবীণদের পাশে থাকেন। বাম রাজনীতির তরুণ মুখেদের অন্যতম। যেমন মন গবেষণায়, তেমনই আবার দিন বদলের স্বপ্ন দেখায়। দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। জোর গলায় অন্যের অধিকার চেয়ে পথে নামা। সবের মাঝেই আবার নিজের ছোটবেলার কোনও এক দুঃখ মনে পড়া। কালো মেয়ে হলে কি তবে মন্দ হয়—সে সব প্রশ্নে ফিরা যাওয়া। ভোট-পর্ব শেষে, দলের রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সমাজের রাজনীতি নিয়ে বসলেন আলোচনায়। দীপ্সিতা ধর এ বার মনে করালেন, মেয়েদের গায়ের রং নিয়েও কম রাজনীতি চলে না।