সবে এক বছর বয়স। এক দিনের ধুম জ্বর। জ্বর সারলেও মেয়ে আর হাঁটে না। পোলিয়ো আক্রমণে একটা পা সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেল। এখন ৩৫ বছর বয়স হুগলির বৈঁচি গ্রামের ফতিমা জিন্নার। বৈঁচি বীণাপানি বালিকা বিদ্যালয়ের ভূগোল শিক্ষিকা। লাঠিতে ভর করে স্কুলে যাওয়াআসা, ক্লাস নেওয়া। পাশাপাশি সামলাতে হয় মিড ডে মিলের দায়িত্বও। এক ছেলে আমনের পঞ্চম শ্রেণি। ফতেমা চান ছেলে মানুষের মতো মানুষ হোক, নিজের পায়ে দাঁড়াক।