jalpaiguri

হাইওয়ের উপর দিয়ে হুহু করে বইছে জল, খুদেদের কোলে তুলে পার করে দিল পুলিশ

মঙ্গলবার দুপুরে ঘণ্টাখানেকের জন্য মুষলধারে বৃষ্টি হয়েছিল জলপাইগুড়িতে। তাতেই চালসা মেটেলি রাজ্য সড়কের উপর দিয়ে বইতে থাকে প্রবল জলস্রোত।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ১২:০৭
Share:
Advertisement

এক ঘণ্টার বৃষ্টিতে জল থইথই জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। হাইওয়ের উপর দিয়ে হুহু করে বইছিল জল। সেই প্রবল স্রোতের মাঝে আটকে পড়েছিল খুদে পড়ুয়ারা। স্কুলে যাওয়ার পথে তাদের ত্রাতা হয়ে দাঁড়াল পুলিশ। কচিকাঁচাদের কোলে করে পুলিশকর্মীরা পার করলেন বানভাসি রাস্তা। মঙ্গলবার দুপুরে ঘণ্টাখানেকের জন্য মুষলধারে বৃষ্টি হয়েছিল জলপাইগুড়িতে। তাতেই চালসা মেটেলি রাজ্য সড়কের উপর দিয়ে বইতে থাকে প্রবল জলস্রোত। স্কুল যাওয়ার সময় মাঝ রাস্তাতেই আটকে পড়ে একদল পড়ুয়া। কী ভাবে ওই ভয়ঙ্কর স্রোত পেরিয়ে তারা স্কুলে যাবে? তবে কি বাড়ি ফিরে যেতে হবে? তাদের মুশকিল আসান হয়ে ওঠে পুলিশ।

রাস্তায় স্কুলপড়ুয়ারা আটকে পড়েছে শুনেই ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ি মেটেলি থানার পুলিশকর্মীরা। পরিস্থিতি বিবেচনা করে তাঁরা দেখেন পরবর্তী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে এই রাস্তায় জল নামবে না। তখন তাঁরা নিজেরাই বাচ্চাগুলিকে স্কুলে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement