সম্পাদনা: সুব্রত
বছর শেষে আনামালাই বাঘ সংরক্ষণ কেন্দ্রের জঙ্গলে এক দলছুট হস্তিশাবককে মায়ের খোঁজে এ দিক সে দিক ঘুরে বেড়াতে দেখেছিল বন দফতরের একটি দল। তামিলনাড়ুর মুখ্য বন সংরক্ষণ আধিকারিক রামসুব্রমণিয়ম এবং আরও কয়েক জন আধিকারিকের উদ্যোগে চিহ্নিত করা হয় হাতির দলটিকে। শেষ পর্যন্ত হস্তিশাবকটিকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কাছে। তার পরও হস্তিশাবক আর তার মায়ের উপর নজর রেখেছে বন দফতর। বন আধিকারিকদের তোলা ভিডিয়ো আর ছবি প্রকাশিত হতেই তা নজর কেড়েছে সমাজমাধ্যমের।