Viral News

মায়ের কাছে ফিরিয়ে দিল বন দফতর, হস্তিশাবকের নিশ্চিন্তির ঘুমের ছবিতে মেতেছে সমাজমাধ্যম

আনামালাইয়ের জঙ্গলে দলছুট হস্তিশাবকটির দেখা পেয়েছিলেন সে রাজ্যের বন দফতরের আধিকারিকেরা। মায়ের সঙ্গে সন্তানকে মিলিয়ে দেওয়ার উদ্যোগ নেন তাঁরা।

সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪ ১৫:৫১
Share:
Advertisement

বছর শেষে আনামালাই বাঘ সংরক্ষণ কেন্দ্রের জঙ্গলে এক দলছুট হস্তিশাবককে মায়ের খোঁজে এ দিক সে দিক ঘুরে বেড়াতে দেখেছিল বন দফতরের একটি দল। তামিলনাড়ুর মুখ্য বন সংরক্ষণ আধিকারিক রামসুব্রমণিয়ম এবং আরও কয়েক জন আধিকারিকের উদ্যোগে চিহ্নিত করা হয় হাতির দলটিকে। শেষ পর্যন্ত হস্তিশাবকটিকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কাছে। তার পরও হস্তিশাবক আর তার মায়ের উপর নজর রেখেছে বন দফতর। বন আধিকারিকদের তোলা ভিডিয়ো আর ছবি প্রকাশিত হতেই তা নজর কেড়েছে সমাজমাধ্যমের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement