চাঁদের মাটিতে ভারতের ইতিহাস ছোঁয়ার অপেক্ষা। বুধবার সন্ধ্যায় ভাসতে ভাসতে চাঁদের মাটি ছোঁবে ল্যান্ডার বিক্রম। তার আগে দেশজুড়ে চলছে প্রার্থনা। ২০১৯ সালে শেষ পর্যায়ে এসে থেমে গিয়েছিল ভারতের চাঁদ ছোঁয়ার স্বপ্ন। ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২। এবার সকলেরই আশা, সফল হবে ইসরো। সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩এর ল্যান্ডার বিক্রম। চন্দ্রযান-৩এর সাফল্য কামনায় দেশজুড়ে চলছে পুজোপাঠ, যাগযজ্ঞ। অজমের শরিফ ও লখনউয়ে ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ায় আয়োজন করা হয়েছে বিশেষ নমাজের। অন্যদিকে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে আয়োজন করা হয়েছে ভস্ম আরতির। নাগপুরে চলছে যজ্ঞের তোড়জোড়।মোরাদাবাদের স্কুলে অত্যুৎসাহী ছাত্রছাত্রীরা মেতে উঠেছে রং-তুলি নিয়ে। এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে, নিউ জার্সির প্রবাসী ভারতীয়রাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন চন্দ্রযানের অবতরণের অপেক্ষায়।