জনবসতির দিকে ধাপে ধাপে রোজ এগিয়ে যাচ্ছে নদী। বৃহস্পতিবার সেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠল। গঙ্গা ভাঙনের এই ভয়াবহ ছবি দেখা গেল মালদহের মানিকচকের গোপালপুরে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন রাজ্যের সেচমন্ত্রী। মালদহের গঙ্গা ভাঙন রোধে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপিও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে মানিকচকের গোপালপুর এলাকার শান্তিমোড়, সহবতটোলায় শুরু হয়েছে নদী ভাঙন। গঙ্গা থেকে বাঁধের দূরত্ব এখন মাত্র ১০০ মিটারের মতো। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, যে হারে ভাঙন চলছে, তাতে আগামী কয়েক দিনের মধ্যে বাঁধের খুব কাছে চলে আসবে গঙ্গা। যার ফলে ঘরবাড়ি, চাষের জমি গঙ্গাগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।