বৃষ্টিতে জল জমেছে হুগলির ডানকুনির কয়েকটি ওয়ার্ডে। এই পরিস্থিতিই এখন ডেঙ্গির আতঙ্ক দেখা দিয়েছে এলাকায়। ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম জানিয়েছেন, মানুষকে সচেতন করা হচ্ছে যাতে তাঁরা জল জমিয়ে না রাখেন। কিন্তু রাস্তায় বা পাড়ায় যে জল জমে রয়েছে তার কী হবে? সে বিষয়ে পুরসভার করণীয় কী তা স্পষ্ট করতে পারেননি তিনি। ডানকুনিতে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। ফলে নিকাশি পরিষেবা ব্যাহত হয়েছে। যার ফলে জল দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। এমনটাই দাবি পুরসভার। যদিও বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই জল জমে রয়েছে ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি, সারদাপল্লি-সহ কয়েকটি এলাকায়।