স্মার্ট মিটার বসানো নিয়ে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-২ ব্লকের মাছিভাঙা এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় স্মার্ট মিটার বসাতে গিয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তা বসাতে বাধা দেন স্থানীয়েরা। তৈরি হয় উত্তেজনা। কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন মাছভাঙা গ্রামের বাসিন্দা-সহ জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটির সদস্যেরা। মিটার ভেঙে বিক্ষোভ দেখান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশিপুর থানার পুলিশ। বিদ্যুৎ দফতরের কর্মীদের উদ্ধার করে নিয়ে যায়। যদিও গ্রামবাসী এবং জমি কমিটির দাবি, কোনও স্মার্ট মিটার বসানো যাবে না। আগের যে মিটার রয়েছে, তা-ই রাখতে হবে।