রাজপথে কেটেছে রাত। তবে, সোমবার দুপুরের পর থেকে একটু একটু করে বেড়েছে ভিড়। তাঁদের কেউ গৃহবধূ, কেউ আবার বাচ্চাদের দৃঢ়তা দেখে এসেছেন সমর্থনের ডালি নিয়ে। রাত একটু গড়াতেই যখন বোঝা যায়, অবস্থান নড়বে না, সঙ্গে সঙ্গে মাথার উপর ত্রিপল খাটিয়ে দেন সাধারণ মানুষ। কেউ এগিয়ে দেন বোতলবন্দি জলের বাক্স, কেউ আন্দোলনকারী চিকিৎসকদের হাতে তুলে দেন শুকনো খাবার। এ ভাবেই রাজপথ-ফুটপাথে বসে সূর্যোদয় দেখেছেন আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে পথে নামা জুনিয়র চিকিৎসকেরা। যে ভাবে সাধারণ মানুষ পাশে দাঁড়িয়েছেন আন্দোলনকারীদের, তা দেখে মুগ্ধ আন্দোলনকারীরা। তাঁরা ভাবতেও পারেননি, কেবল তাঁদের মুখের দিকে চেয়ে পথে নেমে ঠিক তাঁদের পাশেই দাঁড়াবে গোটা কলকাতা।