https://www.facebook.com/AnandabazarSocial/videos/375726538006747
টানা ২১ ঘণ্টা জেরার পর ইডির হাতে গ্রেফতার হলেন পার্থ চট্টোপাধ্যায়। শনিবার ভোরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে ইডি আধিকারিকদের একটি দল তৃণমূল মহাসচিবকে নিয়ে তাঁর নাকতলার বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইরে তত ক্ষণে রাজ্য পুলিশের বিশাল জমায়েত।
শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ ইডির আট সদস্যের একটি দল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি পৌঁছয়। পার্থের বাড়ি-সহ মোট ১৩টি জায়গায় ইডির প্রায় ৮০-৯০ জন তদন্তকারী তল্লাশি চালান। ওই তালিকায় ছিল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়ি, এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিংহ, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য ও সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িও। ইডির দাবি, ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির সময় ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে।