সোমবারের পর মঙ্গলবারেও ইরানের ওপর হামলা চালায় পাকিস্তান। সেই হামলায় চার শিশু এবং তিন মহিলার মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে সেই হামলা চালানো হয় বলে দাবি তাদের। সেই হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে এবং তিন জন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে পাকিস্তান হুঁশিয়ারি দেয়, এই ধরনের হামলা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। এর এক দিন পরেই পাকিস্তান হামলা চালায় ইরান ভূখণ্ডে। পাকিস্তানে ইরানের বিমান হামলার বিষয়ে মিডিয়ার প্রশ্নের জবাবে, সরকারী মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল বলেছেন, ‘‘এটি ইরান এবং পাকিস্তানের বিষয়। ভারত সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে।’’