সংবাদ সংস্থা এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, জুনে বর্ষার আসার পর পাকিস্তানে অন্তত ১,০৬১ জনের মৃত্যু হয়েছে। আসল সংখ্যাটা আরও বেশি হতে পারে কারণ, উত্তরের পাহাড়ি এলাকার প্রচুর গ্রামও গিলে খেয়েছে বন্যার জল। শনিবার কাবুল নদীর জলের তোড়ে খাইবার পাখতুখোওয়া অঞ্চলে একটি বড়সড় সেতুও ভেসে গিয়েছে।