পার্থ-অর্পিতাকে আরও তিনদিন ইডির হেফাজতে রাখার নির্দেশ
পার্থের হেফাজত চেয়ে এর পর ইডি জানায়, দু’জনের নামে একাধিক সম্পত্তি পাওয়া গিয়েছে। দু’জনের মধ্যে ৫০ শতাংশ অংশীদারিত্বে থাকা সংস্থার নথিও পাওয়া গিয়েছে তল্লাশিতে। ৯টা ফ্ল্যাট রয়েছে। অর্পিতার নামে ৩১ টি বিমার নমিনি হিসেবে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। ওঁকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার।