Kolkata News

থানায় ডেকে ‘খুন’? পান বিক্রেতার মৃত্যুতে উত্তাল আমহার্স্ট স্ট্রিট, পুলিশের বিরুদ্ধে সিবিআই দাবি

পুলিশের বিরুদ্ধে পুলিশ কখনও তদন্ত করতে পারে না, সিবিআই পারবে: সজল ঘোষ

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অসীম

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ২২:২৯
Share:
Advertisement

না জেনে চুরির মোবাইল কিনে বিপাকে! থানায় তলব। তারপরই অঘটন। আমহার্স্ট স্ট্রিট থানার বিরুদ্ধে খুনের অভিযোগ পটুয়াটোলা লেনের পান বিক্রেতা অশোক সিংহের পরিবার এবং প্রতিবেশীদের। জানা গিয়েছে, অশোক বিহারের বাসিন্দা, কর্মসূত্রে কলকাতায় থাকেন। পরিবারের দাবি, থানায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় অশোককে। দেহের আশেপাশে রক্তও দেখা গিয়েছে বলে অভিযোগ। থানার ভিতর অশোকের পড়ে থাকার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই উত্তাল হয় পরিস্থিতি। কলেজ স্ট্রিট অবরোধ থেকে আমহার্স্ট স্ট্রিট থানা ঘেরাও, ক্রোধে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশের অবশ্য বক্তব্য, অশোকের মৃগী ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন পৌরমাতা সুবর্ণা দত্ত। ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার পৌর প্রতিনিধি সজল ঘোষও। সিবিআই তদন্ত দাবি করে আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, “পুলিশের বিরুদ্ধে পুলিশ কখনও তদন্ত করতে পারে না। সিবিআই পারবে। রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের নিয়ন্ত্রনাধীন মর্গে নয় কেন্দ্রীয় কোনও হাসপাতালে ময়নাতদন্ত হোক।” পরিবারের বক্তব্য, পুলিশ নিজের মতো ঘটনা সাজাবে, তাই তাঁরাও এই ঘটনায় সিবিআই চাইছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement