অতীতেও অনেক ঘূর্ণিঝড় দেখেছে ওড়িশা। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালের মধ্যে আছড়ে পড়ার কথা আরও এক ঘূর্ণিঝড়ের— ডেনা। বুধবার রাত থেকেই ভারী বৃষ্টিপাত শুরু জেলায় জেলায়। কতটা তৈরি ওড়িশা সরকার? বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, স্বাস্থ্যকর্মী, ত্রাণ শিবির— কোথায় কী আপৎকালীন ব্যবস্থা নেওয়া হয়েছে? ভিতরকণিকা জাতীয় উদ্যানেই বা কী বিশেষ ব্যবস্থা নিয়েছে বন দফতর?