প্রতিবেদন: প্রচেতা
সাগরপারেও দুর্গাপুজো উদ্যাপন হয় একই ভাবে। ইংল্যান্ডের বর্নমাউথে, ডোরসেট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে সব নিয়ম মেনেই পুজো হচ্ছে চার দিন ধরে। তিথি মেনে পুজো, অঞ্জলি, ভোগ, সিঁদুর খেলা, রয়েছে সবই। ২০১৬ সাল থেকেই বেশ কিছু বাঙালি পরিবার মিলে এই পুজোর আয়োজন করে আসছে। সপ্তাহান্তে নয়, তিথি মেনেই এখানে পূজিত হন দুর্গা। কুমোরটুলি থেকে ফাইবারের প্রতিমা আনানো হয়েছিল বছর পাঁচেক আগে। তখন থেকে ওই প্রতিমাকেই পুজো করা হয়।