বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে তৈরি হচ্ছে নোয়াই জৈবসার। সেই সার বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০ টাকায়। পুর এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং পরিবেশ দূষণ রোধে অভিনব পদক্ষেপ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার দুই ওয়ার্ডে। রাজ্য সরকারের নির্দেশ মেনে ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে এই ভাবে তৈরি হচ্ছে নোয়াই জৈবসার। মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে এই উদ্যোগ শুরু হয়েছে। পুরসভার তরফে জানা গিয়েছে, ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডের প্রত্যেক বাড়িতে নীল ও সবুজ বালতি দেওয়া হয়েছে। কোন বালতিতে কী ধরনের বর্জ্য ফেলতে হবে, তা-ও বলে দেওয়া হয়েছে। সেই মতোই প্রত্যেক দিন বাড়ি বাড়ি থেকে বর্জ্য জোগাড় করে এনে একটি জায়গায় রাখা হয়। সেই বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে ওই জৈবসার। এর জন্য মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে।