নিজস্ব সংবাদদাতা
কালীপুজোর সন্ধ্যায় দিঘা থেকে বিদায় নিল বৃষ্টি। সঙ্গে সঙ্গেই সৈকতে উপচে পড়ল ভিড়। সিত্রাং-আতঙ্ক কাটিয়ে অনেকটাই স্বাভাবিক হল পূর্ব মেদিনীপুরের সৈকত শহর। ভরা কটালের কারণে সমুদ্র এখনও উত্তাল। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, যা দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার সকাল থেকেই দিঘার আকাশ ছিল মেঘলা। সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। সিত্রাং-আতঙ্কে হোটেলের ঘরেই আশ্রয় নিয়েছিলেন পর্যটকেরা। উপকূলবর্তী কয়েকটি জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় কিছু বাসিন্দাকে। মাইকি প্রচার করে সতর্ক করে দেওয়া হয়। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং এখন বঙ্গোপসাগরের উপর দিয়ে ক্রমেই উত্তর ও উত্তর-পূর্বের দিকে এগোচ্ছে। মঙ্গলবার মাঝরাতে বরিশালের কাছে তিনকোণা ও সন্দ্বীপের মধ্যে দিয়ে পেরোবে সিত্রাং।