প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নার তৃতীয় দিনে হঠাৎ কলকাতায় কেন্দ্রের মন্ত্রী। তৃণমূলের অভিযোগ, কৃষিভবনে দেখা না করেই তিনি ‘পালিয়েছিলেন’। সেই অভিযোগের জবাব দিতেই কলকাতায় এসে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি। ডানদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বাঁ দিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বসিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর জবাব, “পালিয়ে গেলে কলকাতায় আসতাম না।” আরও একধাপ এগিয়ে তৃণমূলের প্রতিনিধিদের তাঁর সঙ্গে দেখা করার ‘আমন্ত্রণ’ জানিয়ে নিরঞ্জন জ্যোতি বললেন, “আমার জন্ম বুন্দেলখণ্ডে, পালিয়ে যাওয়ার মেয়ে আমি নই। পশ্চিমবঙ্গে এসেছি, চাইলে দেখা করে কথা বলে যান।”