সম্পাদনা: সৈকত
দেশনায়কের ১২৭ তম জন্মদিনে আক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুভাষচন্দ্র বসুর জন্মদিন, ২৩ জানুয়ারি জাতীয় ছুটি হোক— এই দাবি তাঁর দীর্ঘদিনের। ২০ বছরের চেষ্টার পরেও নেতাজির জন্মদিনে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা যায়নি। আর তা এখনও হয়নি বলে আক্ষেপ প্রকাশ খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ দিন নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে তিনি বলেন, “নেতাজি বিশ্বের, বাংলার এবং জাতির আবেগ। আমরা যখন সরকারে এসেছি, নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল জনসাধারণের সামনে এনেছি।” এই প্রসঙ্গেই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নেতাজির তৈরি করা যোজনা কমিশন তুলে দেওয়া হয়েছে। নেতাজির নামে একটি বন্দর ছিল, সেটাও পাল্টে ফেলা হয়েছে। তাঁর আক্ষেপ, “বিশ বছর চেষ্টা করেও ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করতে পারলাম না। আমি লজ্জিত।”