ভোটের প্রচারে যেখানে উন্নয়নের বার্তা মুখে মুখে সেখানে এখনও চোখের আড়ালে অতীতেই আটকে রয়েছে অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামাজু জেলার বিক্ষুব্ধ আদিবাসীরা। নির্বাচনের আগে মৌলিক সুযোগ-সুবিধার দাবি। দীর্ঘদিন ধরে পানীয় জল, পাকা রাস্তা, রান্নার গ্যাস এবং চিকিৎসার মত প্রাথমিক সুবিধা থেকে বঞ্চিত তারা। কেন্দ্র এবং রাজ্য সরকারকে অনুরোধ করা সত্ত্বেও বারবার সরকারের নজর এড়িয়ে গেছে গ্রামটি।
১৩মে, ১৭৫ টি নির্বাচনী এলাকায় ২৫টি লোকসভা আসনে অন্ধপ্রদেশে ভোট। গ্রামে ৮টি পরিবারের ৪৫টি নুকা ডোরা উপজাতিদের মধ্যে ২০জন যোগ্য ভোটার রয়েছেন। পরবর্তী সরকার যাতে তাদের অন্তত কিছু সমস্যার সমাধান করে এই আশাতেই ভোট দেবেন নুকা ডোরা গ্রামের আদিবাসীরা।