সম্পাদনা: অসীম
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরো বা এনসিআরবি-র ২০২২ সালের রিপোর্ট অনুযায়ী, ‘সবচেয়ে নিরাপদ শহর’ কলকাতা। ২০২১ সালে যেখানে ১৩০৬৭টি অপরাধের অভিযোগ নথিবদ্ধ হয়েছিল, ২০২২ সালে সেই সংখ্যাটি কমে দাঁড়িয়েছে ১১০৩৮তে। অন্য দিকে, গোটা দেশেই নারীদের সঙ্গে ঘটা নথিভুক্ত অপরাধের সংখ্যা ক্রমশ বাড়ছে। কতটা সুরক্ষিত এ শহরের মহিলারা? কী বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরো-র সাম্প্রতিক রিপোর্ট? বিভিন্ন মহলের প্রশ্ন, রিপোর্টে অপরাধের সংখ্যা নির্ধারণ শুধু নথিভুক্ত ঘটনার নিরিখে, কিন্ত সব অপরাধ কি আদৌও পুলিশ পর্যন্ত পৌঁছতে পারে?