প্রতিবেদন: বৃষ্টি, চিত্রগ্রহণ: শুভদীপ, সম্পাদনা: ঋতুপর্ণা
শহর কলকাতার একটি স্কুলের মাঠে চেনা মেজাজে বল ছুড়ে দিচ্ছেন মুথাইয়া মুরলীধরন। এমনই দৃশ্যের সাক্ষী থাকল পড়ুয়ারা। বায়োপিক ‘৮০০’ (এইট হানড্রেড) ছবির প্রচারে সম্প্রতি কলকাতায় এসেছিলেন মুরলীধরন। সঙ্গী অভিনেতা মধুর মিত্তল। বায়োপিকে মুরলীর চরিত্রে অভিনয় করেছেন মধুর। মুরলীর কথায়, “সব সময় অ্যাকশন, ফিকশন, কমেডি ছবি দেখা যায় না। মাঝে মধ্যে বায়োপিকও দেখা প্রয়োজন।” আরও এক বার তাঁর স্পিনের জাদুতে মাতলেন কলকাতার মানুষ। মুরলী জানালেন, তাঁর চরিত্র ফুটিয়ে তুলতে রোহিত শর্মা অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মধুরকে। নিজের চরিত্রে মধুরের অভিনয়কে কত নম্বর দিলেন মুরলী? মধুর কী বললেন তাঁর প্রিয় ‘মুরলী স্যার’-কে নিয়ে? বায়োপিক আর কলকাতা নিয়ে কথা বললেন মুরলী, শুনল আনন্দবাজার অনলাইন।